বুধবার ২২ জানুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | ওভারলোডিং নিয়ে পদক্ষেপ না নেওয়ায় অভিযোগ, বদলি থানার আইসি

Kaushik Roy | ২১ ডিসেম্বর ২০২৪ ১৫ : ২১Kaushik Roy


আজকাল ওয়েবডেস্ক: ওভারলোডিং সংক্রান্ত রাজ্য সরকারের নির্দেশিকা কার্যকর না করায় এবার বদলি হতে হল মুর্শিদাবাদের ফরাক্কা থানার আইসি নীলোৎপল মিশ্রকে। জেলা পুলিশের একটি সূত্র জানিয়েছে এখবর। শুক্রবার রাজ্য পুলিশের অ্যাডিশনাল ডিজি'র স্বাক্ষরিত ইন্সপেক্টরদের বদলির যে নির্দেশিকা জারি হয়েছে তাতে ফরাক্কা থানা থেকে আইসি নীলোৎপল মিশ্রকে বদলি করে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ আইবি'র ইন্সপেক্টর পদে পাঠানো হয়েছে । অন্যদিকে ফরাক্কা থানার ভারপ্রাপ্ত আধিকারিক হিসেবে দায়িত্ব পাচ্ছেন রেজিনগরের সার্কেল ইন্সপেক্টর দুর্গাপ্রসাদ মজুমদার। তিনি মুর্শিদাবাদ জেলার বিভিন্ন থানার ভারপ্রাপ্ত আধিকারিক হিসেবে দীর্ঘ সময় কাজ করেছেন।  গত ৯ ডিসেম্বর সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জেলাশাসক এবং পুলিশ সুপারদের নির্দেশ দেন, এখন থেকে গ্রামীণ রাস্তা দিয়ে আর বড় গাড়ি যাবে না। কেন্দ্র সরকার রাস্তা তৈরির জন্য নতুন করে টাকা দিচ্ছে না। রাজ্য সরকারকেই নিজের তহবিল থেকে রাস্তা তৈরি এবং মেরামত করতে হচ্ছে।

 

 

অভিযোগ, প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকে নির্দেশ দেওয়ার পরও ফরাক্কা থানার বিভিন্ন গ্রামীন রাস্তা দিয়ে ওভারলোডেড পাথর, মাটি এবং ছাই বোঝাই গাড়ির যাতায়াত বন্ধ হয়নি। কিছুদিন আগে স্থানীয় বিধায়ক মনিরুল ইসলাম নিজেই খোসালপুর ব্রীজের কাছে কয়েকটি পাথর বোঝাই ট্রাক্টর আটকে দেন। ফরাক্কার একটি বড় অংশের বাসিন্দাদের অভিযোগ, এনটিপিসি কর্তৃপক্ষ মালঞ্চ অ্যাশ পন্ডে যে  ছাই ফেলছে তা প্রত্যেকদিন কয়েকশো ডাম্পারে ভর্তি হয়ে উত্তরবঙ্গ এবং ঝাড়খণ্ডে চলে যাচ্ছে। এলাকাবাসীর অভিযোগ সমস্ত ডাম্পারই ওভারলোডেড থাকে। তাঁদের অভিযোগ, প্রতিদিন কয়েকশো ওভারলোডেড ছাই বোঝাই গাড়ি গেলেও কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আর তার ফলে আঁধুয়া, কেন্দুয়া, খোসালপুর , মালঞ্চ সহ একাধিক এলাকায় গ্রামীণ রাস্তাগুলো বেহাল হয়ে পড়েছে। অন্যদিকে ছাইয়ের দাপটে নাজেহাল এলাকাবাসী।

 

 

সরকারিভাবে প্রশাসনের তরফ থেকে নীলোৎপল মিশ্রের বদলিকে 'রুটিন বদলি' হিসেবে দাবি করা হলেও ফরাক্কার একাধিক তৃণমূল নেতার দাবি, ছাইয়ের গাড়ির ওভারলোডিং বন্ধ না করার জন্য এই আইসি র বিরুদ্ধে এলাকাবাসীর তরফ থেকে মুখ্যমন্ত্রীর দপ্তরে অনেক অভিযোগ জমা পড়েছিল। তাই জেলাতে পুলিশ প্রশাসনের রদবদল শুরু হতেই মুর্শিদাবাদ জেলার মাত্র একটি ইন্সপেক্টর থানার ভারপ্রাপ্ত আধিকারিকের বদলির নির্দেশিকা জারি হয়েছে। সেটা ফরাক্কা।বেনিয়াগ্রাম পঞ্চায়েতের প্রধান মহম্মদ জাকির হোসেনের অভিযোগ ,'মালঞ্চ-নিশিন্দ্রা দিয়ে ছাইয়ের ওভারলোডেড গাড়ি নিয়মিত চলাচল করছে।' তিনি বলেন, 'ওভারলোডেড গাড়ি  চলাচলের জন্য একদিকে যেমন রাস্তা টিকছে না তেমনই ছাই উড়ে প্রত্যেক বাড়িতে পড়ছে এবং প্রায় সকলেই শ্বাসকষ্টের সমস্যায় ভুগছেন। নতুন করে অবৈধভাবে রাস্তার পাশেই তৈরী হয়েছে  ছাইয়ের গাড়ি ওজন করার যন্ত্র।'


#Local News#Murshidabad News#Farakka Police Station



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

রুপোর পর ব্রোঞ্জ, উপহার হিসেবে কাজল শেখ পেলেন বিশ কেজির সিংহ মুকুট ...

জঙ্গলে ঢুকতে পর্যটকদের থেকে নেওয়া যাবে না বাড়তি ‘ফি’, অভিযোগ পেয়েই সাফ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী, ক্ষোভ পোস্টারের ভাষা ন...

সাধারণের সঙ্গে সমন্বয় সুদৃঢ় করতে গ্রামে গ্রামে 'ড্রপবক্স', অভিনব উদ্যোগ পোলবা থানার...

ভাড়া নিয়ে গন্ডগোল, মালদায় খুন টোটোচালক

'যেখানে সম্মান নেই, সেখানে থেকে কী লাভ?' বিজেপি ছাড়ার জল্পনা সত্যি করে মন্তব্য প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর...

আলিপুরদুয়ারে পৌঁছলেন মুখ্যমন্ত্রী, বুধ-বৃহস্পতিতে প্রশাসনিক বৈঠক থেকে সরকারি সুবিধা প্রদানের অনুষ্ঠান ...

ভারত-বাংলাদেশ সীমান্তে বেড়া দিতে জোর তৎপরতা, জমি নিয়ে প্রশাসনিক বৈঠক বিএসএফ ও স্থানীয় প্রশাসনের ...

কোচবিহারের চ্যাংরাবান্ধা স্থলবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ড, আতঙ্ক ছড়াল এলাকায় ...

পরপর মুণ্ডহীন মহিলার দেহ, পিছনে তন্ত্র সাধনা নাকি অন্যকিছু? সন্ধান চালাচ্ছে পুলিশ ...

সরকারি আধিকারিকের সই-সিল জাল করে মাদ্রাসায় শিক্ষক নিয়োগে প্রতারণার অভিযোগ, দায়ের এফআইআর...

বাড়ি ফিরছেন খো খো বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য সুমন, আনন্দ যেন থমকে শুধু চুঁচুড়াতেই...

রেলের পরিত্যক্ত গুদামে অগ্নিকাণ্ড, ছড়াল চাঞ্চল্য ...

অভাব সক্রিয় সদস্যের, কোচবিহারে বুথ কমিটি গড়তে সমস্যায় বিজেপি ...

পেনশন না পেয়ে অবস্থান বিক্ষোভ পুরসভার অবসরপ্রাপ্ত কর্মীদের...

১২ দিন নিখোঁজ থাকার পর নাবালিকার দেহ উদ্ধারে তুমুল চাঞ্চল্য বাসন্তীতে ...



সোশ্যাল মিডিয়া



12 24